ভালবাসি
ভালবাসি


ভালবাসা থেকে যাক ধোঁয়া ওঠা চা এর কাপ এ।
ভালবাসা বেঁচে থাক শেষ বসন্তের ঝরা পলাশ পাপড়ি জুড়ে।
আমার আছে শেষ যতটুকু ভালো,
থেকে যাক তব হৃদয় জয় করে।
তবু যদি কোনোদিন শেষ শ্রাবণ এর বর্ষা নামে আকাশ কালো করে,
ধুয়ে যেতে দিও মলিনতা যাটুকু আছে অবশেষ রূপে।
কে বা জানে দগ্ধ জমি হয়ত বেঁচে যাবে !