STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Classics Others

4  

Kausik Chakraborty

Abstract Classics Others

বিষের অধিকার

বিষের অধিকার

1 min
344

 


প্রতিদিন রাতে আমি মারণ হেমলকের সন্ধানে বেরোই

জিভ ছোঁয়ানোর আগে ভিজিয়ে নিই সমস্ত শরীর।


এরপর দৈনন্দিন একাকিত্ব ভেঙে হেঁটে গেলে

আমার পরিচয়পত্র দাবী করে প্রতিটি সচেতন নাগরিক-

 

আমি রোজকার মতো দেখিয়ে দিই আমার নীলিয়ে যাওয়া ছাতি

কাগজে কলমে প্রতিষ্ঠা করি আমার পোস্টমর্টেমের আসল রিপোর্ট-


এরপরও নিয়ম করে দাবী এসেছে নিত্যনতুন পরিচয়পত্রের

শেষমেশ হাতে তুলে দিয়েছি জাল হেমলক বিক্রেতাদের নামের তালিকা।


আজ রাতে রেড হতে পারে আমার শোবার ঘর

অবিন্যস্ত অধিকারগুলো এলোমেলো ছড়িয়ে পড়তে পারে মেঝেয়-

সেগুলো কুড়িয়ে নেবার আগেই আমি গ্রেপ্তার হব শাসকের হাতে-

এরপর আমার হাতে তুলে দেওয়া হবে হেমলকের বাটি

কানায় ঠোঁট ছোঁয়াবার আগে এসে পৌঁছে গেছে পোস্টমর্টেম রিপোর্ট 

মৃত্যুর কারণের পরিবর্তে সেখানে ছাপা আছে বিষের একচেটিয়া অধিকার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract