STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Classics

3  

Kausik Chakraborty

Abstract Classics

অনিয়মিত ঘুম

অনিয়মিত ঘুম

1 min
183

কটা নিথর দেহ আর একমুঠো বিপর্যস্ত ছাই....

কে সনাক্ত করবে এই বিকৃত চেহারা

আঙুল তুললে নখে জমে বিপরীতধর্মী বদনাম

আর জীবিত শরীরে বাসা বাঁধে জমাট ঘুণপোকা-


এই শরীরে তাকিওনা আর

হয়ত সংক্রামিত হতে পারে জীবিত অঙ্গ-

এ মৃত্যু দায়হীন-

এ মৃত্যুর ঠিক পরে স্বাবলম্বী হয়েছে কফিনের স্বভাবসিদ্ধ পেরেক...


সনাক্ত করো আবার

আপনজনের মৃত্যুতে রাস্তায় সাময়িক ছড়িয়ে দাও খই

অনিয়মিত ঘুমের কাছে এতটুকুই আমাদের দায়িত্বশীল স্মৃতিচারণ। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract