মরীচিকা
মরীচিকা


পরাধীনতার শৃঙ্খল করি চূর্ণ,
স্বাধীন হবার বাসনা হোক পূর্ণ।
আমি এক বঙ্গ নারী ,
স্বাধীন ভারত আমার জন্মভূমি ।
দেশ পেয়েছে স্বাধীনতা ;
মানতে হয় না আর বশ্যতা।
কিন্তু আমি কি পেয়েছি তা?
আমার মত হাজার হাজার সত্তা?
গ্রীক পুরাণের সিসিফাসের ন্যায় -
আমারও কেবল দিন পেরিয়ে যায় ,
ব্যর্থ প্রচেষ্টায় , মিথ্যে আশায়,
এক জীবন্মৃত অবস্থায় ।
আমার শখ আহ্লাদগুলো ,
অবশেষে হয় পথগুলো ।
সবার চাহিদার ফাঁকে -
সভয়ে মুখটি খালি ঢাকে।
নানান ভূমিকায় অংশগ্রহণ,
দিনের শেষে ক্লান্ত দেহ মন ।
মন চায় একটু অবকাশ ;
দেহ চায় না হতে আর দাস ।
তবুও ভালবাসার আবডালে-
আমার নৌকা বাওয়া চলে ।
উপহার চাই না আমার ,
তোমাদের নিয়েই তো সংসার ।
উপহার যদি দিতেই হয়,
তবে হোক তা আমার পরিচয়।
বিনা পরিচিতিতে কুণ্ঠিত আমি ,
আমিও যে আদর প্রেমী।
আমার জানালায় আসুক ভেসে ,
বসন্তের গান ভালোবেসে ,
স্বাধীনতার আবির লাগুক গায়ে ,
সম্মানের পরশ যাক বিছায়ে ।
ভালোবাসা আর যত্নের আবরণে -
আমি সাজব সন্তর্পনে।
অনেক পেলাম অবহেলার শিক্ষা ,
দিন বদলের গল্পে আর নয় প্রতীক্ষা ।