STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract Classics

5  

Sanghamitra Roychowdhury

Abstract Classics

রেখে যেও

রেখে যেও

1 min
612


রেখে যেও অনন্ত স্মৃতি,

ডায়েরির সাদা পাতায় না বলা কথায়,

রেখে যেও অশেষ প্রীতি,

সুখ-দুঃখ প্রেম-ভালোবাসা আনন্দ গাথায়,

রেখে যেও অগণিত গীতি,

অজানা সুরের অচেনা স্বরলিপি খাতায়,

রেখে যেও এ সম্পূর্ণ ক্ষিতি,

পরিপূর্ণ ত্যাগে ক্ষমায় বোধে জ্ঞানে হিতায়। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract