দ্যুতিময়ী
দ্যুতিময়ী


যেদিন মৌন মুখর হবে, মেঘ রোদ হবে, আঁধার আলো হবে,
যেদিন অমাবস্যা পূর্ণিমা হবে, বাতাস বাদল হবে, সাদা কালো হবে,
সেদিন তুমি আমার হবে। একমাত্র আমার হবে।
সেদিন তুমি আমার নৌকার দাঁড়িমাঝি হবে,
আমার একলা আকাশে উজ্জ্বল জ্যোতির্ময়ী জ্যোতিষ্ক হবে,
আমার ভূত-ভবিষ্যৎ বর্তমান হবে,
আমার প্রেম হবে, অপ্রেম হবে, মান হবে, অপমান হবে,
তুমিই আমার সব হবে, আমার ভালো হবে, মন্দ হবে,
দিন হবে, রাত হবে, সকাল হবে, সন্ধ্যা হবে,
তুমি আমার আনন্দময়ী দ্যুতিময়ী হবে।