মহানন্দা
মহানন্দা
তোমার রাজা আমার রাণী,
আর খোপকাটা একটা টানা বারান্দা,
নৌকা গজের খুনসুটি গুনি,
আর বোড়ে ঘোড়ার চালটা আলাদা,
চিনি, হাড়ে-হাড়ে তোমায় চিনি,
হারতে হারতে পারতে ছুঁতে নিশিগন্ধা,
কিস্তিমাত উস্কে দেয় নেভা ধুনি,
খেলা শেষে উড়বে ডানাভাঙা পরিন্দা,
বাজপাখির ডাক যখন শুনি,
হারতে হারতে জিতবে ঢেউ তুলে মহানন্দা।