STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract Tragedy Classics

4  

Sanghamitra Roychowdhury

Abstract Tragedy Classics

মায়া

মায়া

1 min
79


এক অদ্ভুত অনুভূতির নাম - মায়া,

মন থেকে সহজে একে মুছে ফেলা যায় না,

চোখে লেপ্টে লেগে থাকে মায়ার ঘন কাজল।


চোখের দেখায় জড়িয়ে থাকে মায়া,

কানের শোনায় বুকে ছড়িয়ে যায় মায়া,

হাতের ছোঁয়ায় লেগে থাকে একবুক মায়া।


চোখের আড়াল হলে মায়ায় মন কাঁদে,

মায়ার বাঁধন আলগা হবার আশঙ্কায় বুক কাঁপে,

মায়াবী হাতদুটো ছাড়ার ভয়ে মরতেও এত ভয়।


-----------------------------------

© সংঘমিত্রা রায়চৌধুরী 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract