STORYMIRROR

Manab Mondal

Abstract

4  

Manab Mondal

Abstract

বছর পাঁচেক

বছর পাঁচেক

1 min
1.2K

পাকা বছর পাঁচেক পরে

দেখলাম তারে, 

এঁদো গলির বাঁকে পাঁচ মাথার মোড়ে

বুকের ভিতরে,

 হৃদয় পিন্ডটা গতি গেলো বেড়ে।

শহরের ব্যস্ত ভিড়ে

খানিক বাদেই গেলাম হারিয়ে 

শুধু সংখ্যা হয়ে। 

দেখলাম তারে আমি বছর পাঁচেক পর

বুকের ভিতরে উঠলো এক ভীষণ রকম ঝড়

চেনা মানুষ টা হয়ে গেছে আজ পর

প্রেমিক হওয়া আমার কি সাজে

মিষ্টি কথার মলম দিতে পারে যে

লোকে তাঁকে প্রিয় বলে, কাছে ডাকে

আমি নাহয় বাজে স্মৃতি হয়ে থাকবো তোমার বুকে,

দীর্ঘ শ্বাস আর দাঁড়ি কমায় 

হোঁচট খেয়ে তুমি মনে রেখো আমায়।

আমার কি আর প্রেমিক সাজা মানায়।

কতো বসন্ত চলে গেলো অবহেলায়।

বছর পাঁচেক পর

যাযাবর মনটা খুঁজছে একটা ঘর

জীবনের সাঁঝবেলায় " আমি এখনও চাই তোমায়"

বলে তাকে ভেজাবো ভেবেছিলাম অশ্রু জলে।

পাঁচবছর পর পৃথিবীর অনেকটা গেছে বদলে।

এক বার কি সে ফিরবে না সব অভিমান ভুলে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract