STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Inspirational

3  

Manab Mondal

Abstract Romance Inspirational

এমন একটা তুমি চাই

এমন একটা তুমি চাই

1 min
45


একটা চোখ , 

যার চাহুনিতে আমার তরে 

অপেক্ষা উপচে পড়ে,

খুঁজে চলে যে আমায় লক্ষ মানুষের ভিড়ে।

একটা ঠৌটে

যার কোনে লেগে থাকা হাসি

বলে যায় গোপনে আমায় ভালোবাসি তোমায়।

তার পেয়ে যাই অনায়াসে

প্রেমময় আশ্রয়।

একরাশ কালো চুল , 

যার ভিতরে এক আকাশ অন্ধকারে

রাতের মতো আগলে রাখে 

চাঁদ তারাদের জোনাকির পোকাদের আলোর গল্প।

 একটা তুমি, যে অভিমানে, জ্বলতে

যেমন মোমের ভিতরে গোপনে জ্বলে সলতে 

যে ভালোবেসে, পারে ভুলিয়ে দিতে

সহস্র বছরের শোষনের ইতিহাস।


এ শহর দীর্ঘশ্বাস ফেলে বলে

তোমার জন্য খুঁজেছি হন্য হয়ে,

কিন্তু 

এমন একটা তুমি কোথায় পাই?

তুমি হও কবি ভাই , প্রেমিক হওয়া তোমার কপালে নাই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract