STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Action

4  

Manab Mondal

Abstract Romance Action

ভালোবাসা আজ

ভালোবাসা আজ

1 min
29

 আজ কিছু দীর্ঘশ্বাসে আটকে ভালোবাসার অনুভব।
 যেনো জীবন সন্ধ্যা ঘরে ফেরা পাখিদের বেরঙের কলোরব।
 অবুঝ ছিলো বোধহয় এ হৃদয়।
 তাই বোঝে নি তোমার অভিনয়।
 ফুলের কুড়ির মতো হাসির মায়ায়।
 কে বলোনা মন না হারিয়ে কি পারা যায়?? আমি জানি ভালো তুমি কোনদিনই বাসো নি। করেছিলে সময় সাথে আপোস।
 তাই তোমাকে দিয়ই না কোন দোষ।
 বুক জড়ে আজ এক পৃথিবী হাহাকার।
 আশ্রয় দিতে ব্যর্থ হচ্ছে আজ এক আকাশ অন্ধকার।
 তাই আজও সব প্রার্থনায়।
 মন ফিরে পেতে চায় শুধু তোমায়।
 ভালোবাসা আজ করেছে আমায় অসহায়
 © Manab Mondal


Rate this content
Log in

Similar bengali poem from Abstract