STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Inspirational

3  

Manab Mondal

Abstract Romance Inspirational

নষ্ট কদম

নষ্ট কদম

1 min
10

তুমি যে , চলে গেলে আমার গল্পকথা মাঝে,

আজো তাই কিছু স্মৃতি কথা করুন সুরে হ

 তোমার নিয়ে বাজে,

এ মন আমার পাথর হয়ে.

সব ব্যাথা গেছে সয়ে , 

ভীষন নিরবে।

আমি তোমাকে ভেবে 

কতটা কেঁদি তা তুমি জানবে কি কখনো??

আজো তোমার ছেড়ে যাওয়া আমার কাছে শুধুই দুঃস্বপ্ন।

তবে আমিওতো তোমার মতো 

মুছে সব ক্ষত, ভুলতে তোমায় কতো,

চেয়েছি নদীর মতো হতে,

পিছনে না ফিরে চলতে চেয়ে অজানা পথে,

তবুও আমার গল্প থেমেছে দীর্ঘশ্বাসে।

আমি শেষে পাখির ছদ্মবেশে,

ওড়ে বাড়ালাম মেঘে বালিকার দেশে,

মেঘে বালিকা মনে বড় কষ্ট,

সমাজ বলে ও নাকি নষ্ট,

তাই মেঘে বালিকা চায় না 

একটা নিজের ঠিকানা,

পাখি মতো বাসা বাঁধতে চায়না।

মেঘ বালিকার হৃদয় ছুঁয়ে পেলাম শুধুই কান্না। 

মেঘ বালিকা রূপ কথা স্বপ্ন কেন দেখে না?

সখের নারী মেঘ বালিকা,

প্রেমিকা সে হয়না ।

এ নগরে নষ্ট নাগর আমি 

হতে গিয়ে তার প্রেমি,

হারলাম তার আশ্রয়,

সে যে স্বপ্ন দেখতে পায় ভয়

গল্প আমার শেষ হলো না,

শব্দ গুলোও পেলো না ছন্দ,

আমি এখন নষ্ট কদম, 

গতরে আমার লেগে এখনো

গতরাতের মেঘবালিকার গন্ধ,

তবুও আমায় নষ্ট পুরুষ বলো না তোমারা কেন??



Rate this content
Log in

Similar bengali poem from Abstract