অস্তিত্ব
অস্তিত্ব
অনেকটা ভালো সময় কাটানোর পর
যখন সময়টা ফুরিয়ে যায়...
তখন কিছুকালব্যাপী শূন্যতা আসে।
বড় শূন্য শূন্য লাগে জীবনটা।
মুহূর্তগুলো হারিয়ে যায় কালের গহ্বরে।
তখন বুঝি ভালো খারাপের মধ্যেকার
ফাটলটা গভীর থেকে গডীরতর হতে থাকে।
অন্ধকারময়, শেওলা জমে থাকা
পিচ্ছিল পথটা একটু একটু করে পরিষ্কার হয়।
অবচেতন মনটা আলোকময় হতে থাকে।
নিমেষে পড়ে ফেলতে পারি অনুভূতিগুলো।
উপলব্ধিগুলো নাড়া দিয়ে যায়।
তখনই ঘটে যায় রক্ত বিপ্লব
সবুজাভ রোমাঞ্চ খেলে যায়
নীলাভ দিকচক্রবালরেখার এ প্রান্তে।
উন্মুক্ত সঙ্গমে ভাবনারা আড়মোড়া ভাঙে।
শীৎকার করে ওঠে জীবনদর্শন
"আমি আছি...ছিলাম...থাকবো...।।"