STORYMIRROR

Sahel Ghosh

Abstract

4  

Sahel Ghosh

Abstract

মহানিস্ক্রমন

মহানিস্ক্রমন

1 min
31.3K


হঠাৎ করে দলছুট একরাশ ক্লান্ত দমকা হওয়া

কিংকর্তব্যবিমূঢ় গল্প কথায় তোমায় ছুঁতে চাওয়া

অল্প কোনো কথা বা গানে ভগ্ন মহাদেশ

কোলাহলময় ছায়াবৃত শহরে আমি নিরুদ্দেশ।

চিলছাদে চিৎকার ছিন্ন ঘড়ির কাঁটা

না বলা কথার ভাঁজে অক্লান্ত নীরবতা

ট্রামে চাপা কবিতারা গল্প বলে কানে

ভেজা কাশফুল সেজে ওঠে শারদাবাহনে।


আমার দক্ষিণ খোলা জানলায়

অকবির কবিতাদের আনাগোনা

করিকাঠ চৌকাঠ বেয়ে ধেয়ে চলে সময়

সিলিং ছোঁয়া বইয়ের তাক আর ভালো থাকার অভিনয়।

অফিস ফিরতি রাত আর চক্রব্যূহে বন্দি জীবন

স্যান্ড অফ টাইম বেয়ে ধেয়ে চলা দুরন্ত পথঘাট

একাকিত্বের ভিড়ে তোকে ছুঁতে চায় মন

ডাকবাক্সে জমা কবিতার ভিড়ে আমার মহা নিষ্ক্রমন।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract