STORYMIRROR

Sahel Ghosh

Abstract Fantasy Others

2  

Sahel Ghosh

Abstract Fantasy Others

চরিত্রহীন

চরিত্রহীন

1 min
795

হৃদয় তোমার চোখের কালোয় কেবলই প্রেমময়

অস্পষ্ট গল্পগুলোও আজ চরিত্রহীন,

ভালবাসা থাক হৃদয়ের গোপনে অদৃশ্য কলমে আঁকা

শুধু বন্ধুত্বের গল্পগুলো হোক রঙ্গিন।


কষ্টিপাথরে লেখা থাক সোনার দাম

ভবিস্যবাণী আজ ভবিষ্যৎহীন,

নাহয় বন্ধুত্বের নীলখামেই দিলাম চিঠি

যদি পারেন তবে ইতির পরেরটা চিনে নিন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract