চরিত্রহীন
চরিত্রহীন


হৃদয় তোমার চোখের কালোয় কেবলই প্রেমময়
অস্পষ্ট গল্পগুলোও আজ চরিত্রহীন,
ভালবাসা থাক হৃদয়ের গোপনে অদৃশ্য কলমে আঁকা
শুধু বন্ধুত্বের গল্পগুলো হোক রঙ্গিন।
কষ্টিপাথরে লেখা থাক সোনার দাম
ভবিস্যবাণী আজ ভবিষ্যৎহীন,
নাহয় বন্ধুত্বের নীলখামেই দিলাম চিঠি
যদি পারেন তবে ইতির পরেরটা চিনে নিন।