বাংলাভাষী
বাংলাভাষী

1 min

1.1K
দেখতে দেখতে পার হল
বছর চুয়াল্লিশ
ইংরেজির চাপে বাংলা আজ
তুল্যবোধে ফিনিশ।
সাহিত্য ইতিহাসে কেবলই আজ
অস্তিত্বের ক্রন্দন
পাশ্চাত্য তাকে গিলে খেয়েছে,
প্রাচ্য দিয়েছে বিসর্জন।
বাংলা ভাষা বললে নাকি বাঙালীর
মান সম্মান যায়
বাংলা ছেড়ে তাই নিচ্ছে মানুষ
ফিরিঙ্গির আশ্রয়।
আজ বাংলার অবস্থা দেখে
ভাবি মনে মনে
বাংলা মা এদের জন্যে
কেঁদেছিল সঙ্গপনে।
বিশ্বের মিষ্টতম ভাষা আজ
বড়ই অসহায়
বিশ্ব যাকে সম্মান জানালো
ত্যাজিল খোদ বাংলায়।
তবু আমি ভালোবাসি
আমার বাংলা ভাষায়
বার বার যেন ফিরে ফিরে আসি
বাংলার শীতল ছায়ায়।