বেঁচে থাকার প্রমাণ
বেঁচে থাকার প্রমাণ


দম বন্ধ করা বোতলের ভিতর থেকে উঠেছে চিৎকার
শ্বাসরোধী ধোঁয়ায় ঢেকেছে আমার শহর,
কালনাগিনীর বিষজ্বালায় জ্বলছে সময়
অস্ফুট স্বরে আজ উঠেছে হাহাকার।
ডঙ্কা আজ সেজেছে রণবেশে
আজ যে অস্তিত্বের সংগ্রাম,
বিবর্তিত বর্বরোচিত বঞ্চিত জীবন
আজ চায় বেঁচে থাকার প্রমাণ।।