Sahel Ghosh

Abstract


5.0  

Sahel Ghosh

Abstract


November Rains

November Rains

1 min 360 1 min 360

মনে পড়ে সেই বিষাক্ত মাস!

সেদিনের সেটা ছিল ভীষণ বিভীষিকাময়

অপ্রয়োজনীয় বেতারের ভাজে সুপ্ত লুপ্ত ভালোবাসার

আপেক্ষিক মরিচিকাময় রাতের কবিতারা।

আর শুন্য সমুদ্রোপাড়ে মাথা খুঁটে মরা ঢেউ।

গভীর রাতে আরও গভীরে যাওয়ার গল্প 

আর বাল্যপ্রেমের নিদারুণ আনন্দর 

চরমতম উপসংহার।


তবে আজ তা ইতিহাসের পাতায় মোড়া অতীত,

যা কেবলই একটা ছোটো গল্প।

আজ নতুন উপন্যাস রচিত হচ্ছে,

খচিত হচ্ছে সোনায় মোড়া বর্তমান

আর সেই বর্তমানের ভিড়ে আজ হারিয়ে গেছে 

অতীতের অন্ধবিশ্বাস।

যা কিছু আছে পড়ে 

তাতে ভালোবাসার ধ্বজা ওরে।


বিভীষিকাময় অতীত চাপা পড়ে

নিপাত নির্ভেজাল ভালোবাসায়

আর আজ বিষাক্ত মাস ভোল পাল্টে

প্রেমের বন্ধনে হয়েছে,

ভীষণ প্রিয় ভালোবাসার মাস।

আজ গগনভেদিত রণডঙ্কারে

চিরসখার সাথে চিরতরে একাত্ম

আমাদের নভেম্বর মাস।


Rate this content
Log in

More bengali poem from Sahel Ghosh

Similar bengali poem from Abstract