আমার গীটারটা আজ আর নেই
আমার গীটারটা আজ আর নেই


জানো!! আমার গীটারটা আর নেই..
মনে পড়ে তোমার! গীটারটার কথা!
জীবনে তুমি না আসার পর
যখন নিজেকে একা লাগতো,
অসহায় হয়ে জানলার ধারে বসে থাকতাম,
আর বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিত
শরীর,মন...
তখন সে-ই তো শিখিয়েছিল বাঁচার মানে...
সে-ই তো শিখিয়েছিল নতুন করে ভালোবাসতে
জীবনের একাকীত্ব কাটিয়ে
সে দিয়েছিল কত সুর..
তোমাকে লেখা জীবনের প্রথম গানে
সে-ই দিয়েছিল ভালোবাসার ছোঁয়া...
কখনো তোমার কথা ভেবে
বৃষ্টিমাখা সন্ধ্যায়
জড়িয়ে ধরেছি তাকে।
আবার কখনো নিদ্রাহীন চোখে
হ্যালোজেনের আলোয়
সে ভালোবাসিয়েছে তোমাকে।
সে আজ আর নেই।
সেদিনের ক্লান্ত দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে।
আর তার সাথেই হারিয়ে গেছে
তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলি।
সে আজ আর নেই...
শুধু তার নিথর দেহ পড়ে আছে
আমার বিছানায়...
আমার গীটারটা আজ আর নেই,
আমার গীটারটা আজ আর নেই।।