STORYMIRROR

Smarajit Datta

Tragedy

5  

Smarajit Datta

Tragedy

ঐ গাঁয়েরই চরক মেলা

ঐ গাঁয়েরই চরক মেলা

1 min
482

ঐ গাঁয়েরই চরক মেলা

    স্মরজিৎ দত্ত


ঐ দেখা যায় গাঁয়ের মাঝে

  লোকের সমাগম।

ঐখানেতেই জুটেছে যত

  ছেলে বুড়োর দল।


ওটাই গাঁয়ের চড়ক থান

    বুড়ো শিব তলা।

ঐখানেতেই চৈত্র মাসে

  গাজন সন্ন‍্যাসীর যত জটলা।


হরেক রকম মানত করে

  এই গাঁয়ের ছেলে মেয়ে।

গ্রাম ছাড়িয়ে দুরের থেকে 

   আসেও ছেলে মেয়ে।


ঐ মেলাতে আসে হিন্দু 

       আসে মুসলমান।

নেইকো কোন জাতের ভেদ

   কি হিন্দু কি মুসলমান।


মেলা মানে মিলন ক্ষেত্র 

   মানুষই যার বল।

হোক না তা চরক মেলা

   কিংবা চৈত্র মেলার স্থল।

মেলা কেবল মিলন মেলা

   ভালোবাসার স্থল।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy