তোমাকে চাই স্মরজিৎ দত্ত
তোমাকে চাই স্মরজিৎ দত্ত
তোমাকে চাই
স্মরজিৎ দত্ত
তোমাকে চাই বৈশাখের
বৈশাখের ভয়াল রুদ্ররূপে।
তোমাকে চাই কারণ
ওই রুদ্র-রূপেই তুমি হও অপরুপা;
তবু তোমাকে চাই, চাইই
আমার চায়ের কাপের এক চুমুকে।
তোমাকে চাই জৈষ্ঠের
জ্যৈষ্ঠের ভয়াল বৃষ্টির মাঝে।
বৃষ্টির পরে আকাশে উদিয়মান রামধনুতে,
তোমাকে খুঁজে পাই আমি অনেক যতনে।
তবু তোমাকে চাই, চাইই
আমার চায়ের কাপের এক চুমুকে।
তোমাকে চাই আষাঢ়ের মাতাল হাওয়ায়
ঝমঝমানি মাতাল বৃষ্টির মাঝে।
ওই মাতাল দমকা বৃষ্টির মাঝেই
তোমার দামালতা পাই খুঁজে।
তবু তোমাকে চাই, চাইই
আমার চায়ের কাপের এক চুমুকে।
তোমাকে চাই শ্রাবণের বৃষ্টি ধারায়
যেখানে শ্রাবণের বৃষ্টি ধারার সাথে
তোমার ভালোবাসা পরে ঝড়ে।
তোমার অনাবিল, অনন্ত, নির্লিপ্ত,
বিরামহীন বৃষ্টিতে খুঁজে পাই তোমাকে।
তবুও তোমাকে চাই চায়ের কাপের
চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই পচা ভাদ্রের ঐ গরমে
তবুও তোমাকে চাই আমি কাছে।
দক্ষিণ বাতায়ন জুড়ে
সন্ধ্যার মিষ্টি বাতাসে তোমাকে পাই খুঁজে।
তোমাকে খুঁজে পাই বাতায়ন পাশে বসে
কেবলই চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই আশ্বিনের
আশ্বিনের মুক্ত গগনে।
যেথায় ভেসে বেড়ায় মুক্ত বিহঙ্গ,
ভেসে বেড়ায় স্বাধীন মেঘের দল
সেখানেই খুঁজে পাই আমি তোমাকে;
সাথে পাই চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই মিষ্টি মধুর মাঠে
কার্তিকের হিমেল বাতাসে।
হিমেল বাতাসে যেখানে
যেখানে জাগবে নতুন শীতল বাতাসের খেলা,
সেখানেই পাই আমি খুজে তোমাকে,
সাথে পাই চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই অগ্রহায়নের
অঘ্রায়নের নতুন ধানের ক্ষেতে।
নতুন ফসল যেখানে তোলার থাকে ধুম
ধানের গোলায় উঠবে নতুন ধানের বোনা;
সবাই নবান্নের পুজোয় উঠবে মেতে
সেখানেই পাই আমি খুজে তোমাকে;
সাথে পাই চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই পৌষের পিঠে পার্বণে,
তোমার ছোট্ট হাতের কৌশলে।
যেখানে সুমিষ্ট পায়েস পিঠে হয় রসালো;
তোমাকে খুঁজে পাই আমি সেখানে।
তবুও তোমাকে খুঁজে পাই খুঁজে পেতেই হবে,
আমার চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই মাঘের কনকনে শীতে
কঠিন শীতে তোমার হাতের গরম পরশে।
আমি খুঁজে পাই প্রতি ক্ষণে
তোমার যত্নে ঘেরা গরম পরশে।
তবু তোমাকে খুঁজে পাই খুজে পেতেই হবে
আমার চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
তোমাকে চাই ফাগুনের প্রথম বসন্তে
বসন্তের প্রথম পরশে তোমার ছোঁয়া
আমাকে মাতোয়ারা করবে আনন্দে।
বসন্তের মিষ্টি মধুর শীতল পরশের মতো,
খুঁজে পাবই চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
চৈত্রের আবহাওয়ার দোটানা চালে
তোমাকে চাই আমি সেই দোলাতে।
কখনো ঝড় কখনো বৃষ্টি
কখনো মিষ্টি মধুর বাতাসে পাই খুঁজে তোমাকে।
তবু তোমাকে একটিবারের জন্য হলেও
খুঁজে পাই চায়ের কাপের ছোট্ট এক চুমুকে।
বছর ঘুরে বছর আসে
ভিন্ন কালের ভিন্ন মাস।
তবুও তোমায় রাখতে চাই ধরে
চায়ের কাপের ছোট্ট একটা চুমুকে বারোমাস।
সেই পরশে নেই বিষণ্নতা
আবেশ ভরা চোখ।
নিমিলিত চক্ষে ছোট্ট ঠোঁটের স্পর্শ
ছোট্ট কাঁপে, ছোট্ট ঠোঁটের স্পর্শে,
পাই যে খুঁজে তোমার ছোট্ট দুটি ঠোঁট।

