STORYMIRROR

Smarajit Datta

Abstract Fantasy Others

3  

Smarajit Datta

Abstract Fantasy Others

বিশ্বজয়ী চন্দ্রযান থ্রি

বিশ্বজয়ী চন্দ্রযান থ্রি

1 min
188


ক্ষণিক পরেই আমরা সবাই

আমরা, দেব চাঁদে পাড়ি।

চাঁদ মামা আর নয় শুধু মামা

চাঁদের দেশই আজ মোদের বাড়ি।


বিশ্বজুড়ে তাকিয়ে আছে

ভারত করছে কি জয়‌!

জয়ের টিকা কপালে পড়তে বাকি,

সময়ের অপেক্ষা শুধু রয়।


কবি বলে ভারত আবার

জগত সভায় শ্রেষ্ঠ আসন লভে।

তারই আজ মাহেন্দ্রক্ষণ

ভারত শ্রেষ্ঠ আসন লবে।


চন্দ্র যান থ্রী দিয়েছে পারি

চাঁদের দক্ষিণ দিকে নামবে সে।

সারা ভারত তাকিয়ে আছে

তাই ইশরার লাইফ প্রোগ্রামে।


পরিশেষে মোদের গর্ব চন্দ্রযান থ্রি

ধীরে ধীরে চাঁদে দিল পা।

চাঁদ মামা আর রইলো না মামা

আমরা করলাম জয় তা।

আজ ভারত আবার জগত সভায়

তুলল নব জয়ের ধ্বজা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract