ল্যাম্পপোস্ট
ল্যাম্পপোস্ট


ল্যাম্পপোস্ট
আজ এই বর্ষাস্নাত সন্ধ্যেবেলায়,
আমি তো ছিলাম,
যেমন রোজ থাকি...
বসন্তের পরন্ত বিকেলে,
কোকিলের কোলাহলের মাঝে,
তুমি এসে দাঁড়ালে অবলীলায়।
কাঁধে সেই tote ব্যাগ,
একহাত ভর্তি অক্সিডাইজড বালা,
অন্য হাতে জ্বলন্ত স্ফুলিগ!
অবাক হই নি আমি,
জানি তো আমাদের রোজনামচা।
এটুকু সময়টাই তো আমাদের, তাই না বলো?
বুদ্ধিজীবী সমাজ আর তাদের জীবনধারণ,
আমাদের বুঝবে?
ওরা তো আরও বেশি করে,
সমাজবিজ্ঞানের বার্তা আওড়াবে।
এরই মাঝে আমি আর তুমি!
থাক না।
ওদের, ওদের মতন করে বলতে দাও,
অনেক পাঠ শেখাতে দাও।
আমাদের ভালোবাসার ছিটেফোঁটা টুকু,
ওদের গায়ে লাগতে দাও।
তোমার কোনও কথা,
আমাদের কোনো কথা,
আমাদের রোজকার জীবনধারণ,
ওরা সত্যি কী বোঝে,
ওদের বলতে দাও।
আমাদের পায়ের তলার হালকা মাটি,
আরেকটু শক্ত হতে দাও।
এক ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে
শপথ নি আমরা।
আমাদের জীবনটাও জীবন,
আমাদের ভালোবাসাটাও ভালোবাসা।
আমাদের সত্যিটাও সত্যি,
চিরসত্য।
দুটি প্রাণের ভালোবাসা,
ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে,
সিগারেটের ছোঁয়ায়,
অপবিত্র হয় না দিদিমণি।
আমরা ভালোবাসার বাহক,
ঠিক আপনার মতই,
মাধ্যমটা আলাদা।
এই ল্যাম্পপোস্ট,
আমাদের ভালোবাসার ধারক ও বাহক,
ল্যাম্পপোস্ট আমাদের স্মৃতি।
ল্যাম্পপোস্ট আমাদের দিন গুজরানের,
আমরণ অনুভূতি।