বিশ্বাসী ভালোবাসা
বিশ্বাসী ভালোবাসা


আজও মনে স্পষ্ট সেইদিনের প্রথম আলাপন,
স্পষ্ট সেরাতের তোমার মিষ্ট কোকিলকণ্ঠী স্বর |
দেখতে দেখতে আমাদের এ ভালোবাসার প্রগাঢ়তায়,
উদ্বেলিত উচ্ছসিত এ মন গভীর আনন্দে |
তোমার ভালোবাসায় সঞ্চারিত এ জীবনপ্রেরণা,
তোমার সান্নিধ্যে এ হৃদয় ব্যগ্র আকর্ষিত -
ভালোবাসার স্ৰোততরঙ্গে হয়েছে বিকশিত |
আজও অন্তরের অন্তস্হলে প্রগাঢ় বিশ্বাস ,
দ্যোদুল্যমান মনও শুধু তোমার পানে চেয়ে
একবার, শুধু একবার
আমার বিশ্বাসের সত্যতা মাপতে চায় |
তোমাতে মোর ভালোবাসা যেমনি অনাবিল সত্যি -
তোমাকে আমার বিশ্বাসও তেমনি ধ্রুবসত্যি |
সূর্য চন্দ্র সাক্ষী রেখে বলছি চিরদিন,
এ বিশ্বাসী ভালোবাসা চিরসত্যি- অমলীন|