STORYMIRROR

Suvadro Chakraborty

Abstract

3  

Suvadro Chakraborty

Abstract

জীবন যুদ্ধ

জীবন যুদ্ধ

1 min
13

শ্রাবনের মেঘলা আকাশ 
দমবদ্ধ জীবন -
চলেছি অজানার পথে,
সত্যি জানি না-
কোন পথে মিলিবে মরণ।

কিছুদিনের, কিছু মুহূর্তের ভুল,
আজও হলো না নির্মূল -
কবে হবে জানা নেই,
তাও চালাতে হবে - 
এই প্রত্যয়ে চালিয়েছি,
হবেই হবে সবকিছু ঠিক- আমি বদ্ধমূল।

বৃষ্টিস্নাত রাতে একাকী ছাদে আর
বারিশোধরা আর অশ্রুস্নাত দৃষ্টি,
একাকী চোখ মেলে চাই - 
কাউকে কাছে নাহি পাই।

তবু-

চালিয়ে যাই -
স্বপ্নের দোসর হয়ে।
এটা একাকী আমার, একমাত্র আমার- 
জীবন যুদ্ধ। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract