STORYMIRROR

Suvadro Chakraborty

Tragedy

4  

Suvadro Chakraborty

Tragedy

জবাবদিহি

জবাবদিহি

1 min
251

ভালোবাসা গভীরতা পায়?

তোমার ১১ তলার দক্ষিণ পূর্ব বারান্দায়,

কাপড় শুকানোর কার্নিশে দাড়িয়ে যখন -

পেছনের বস্তির কোনায় দাড়িয়ে

একবার মনের অনস্থল থেকে দেখার আকাঙ্খায়...

থাক আজ। 


গত শীতের কথা ভোলো নি তুমি, আমার বিশ্বাস,

নিজের মা যে -

যার সৎকাজে যাওয়ার ইচ্ছে হয় নি তোমার।

জানতে তুমি, আমি আছি। আমি যাবো। 

ঘটনায় হতচকিত হয়ে ভুলে গেছিলে হয়তো । 

বেশ...


আজ ভালো আছো হয়তো, 

ভালোবাসার খেলা খেলছো আবার...

দুঃখের ভারার ভরছো।

রাতের আধারে ভয় লাগতো তোমার।

এখন এটা একটা খেলা, তাই না? 


ছোট্ট পৃথিবীর সজীবতায়,

ভালোবাসার গভীরতায়-

হারিয়ে গেছো জানি-

তুমি তুমিতে নেই আজ।


জীবন যাপন করছো আজ,

হাসছো সেইভাবেই,

যেভাবে আমায় মোহিত করেছিলে, 

সত্যি জীবনটা উপভোগ করছো তো?


আমার জন্য না একদম ই,

জানি আমায় নিয়ে ভাব না,

ভালো আছো তো সত্যি?

আমায় না একদম ই না,

জবাবদিহি -

ওপরওয়ালা কে করো। 





Rate this content
Log in

Similar bengali poem from Tragedy