STORYMIRROR

Ankit Bhattacherjee

Tragedy

5  

Ankit Bhattacherjee

Tragedy

শেষ চিঠি

শেষ চিঠি

1 min
36.1K

প্রিয়,

মুখোশের আড়ালে থাকা মানুষজন


তোমরা থাকো সঙ্গে নিয়ে চক্রান্তকারী মানসিকতা আর অহংকার,

তিলে তিলে বিষক্রিয়ায় আক্রান্ত মোর প্রাণ, প্রমান পেয়েছে বারবার।

মিথ্যা ঐশ্বর্য আর সুখের বিক্রেতা হয়ে ব্যবসা করছে যারা,

চাইনা তাদের অলীক আশায় অনিশ্চিত ভবিষ্যৎ হোক গড়া।


জীবন মরুভূমিতে ভালোবাসা আজ নীরস, প্রাণহীন এক মরীচিকা,

প্রতি রাতের দুঃস্বপ্ন মাঝে হানা দেয় আগামীর বিভীষিকা,

নির্জন এলোমেলো পথের পাশে সকল দরজাগুলি বন্ধ

বড়ো অসহায়, দিকভ্রষ্ট, বাসা বাঁধছে হাজারো দ্বন্দ্ব

নিজেকে অচেনা লাগে, স্বপ্ন মাঝের ইচ্ছেরা আজ বেপাত্তা

সম্পর্ক গুলো দূর থেকে উপহার দেয় নিঃসঙ্গতার বার্তা

জীবন প্রদীপের কম্পমান শিখার আলো ক্রমশ হচ্ছে ক্ষীণ,

ঘনিয়ে আসছে অন্ধকার, আর চেতনারা সেই আঁধারে হচ্ছে বিলীন।

দলবদ্ধ হচ্ছে জীবনের সকল দুঃখ, সকল গ্লানি

মায়াজাল বিস্তার করে অপেক্ষারত মৃত্যুর হাতছানি,

নিষ্ক্রিয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, উদ্দেশ্য হারাচ্ছে জীবনের গতি

বিষণ্ণ মানসিকতার অগ্নি কুন্ডে চলছে অন্তরাত্মার আহুতি।

মহাশুন্যের বুকে অহেতুক খোঁজ, জীবন রহস্যের সমাধান

বিরহের বিষ জ্বালায় দগ্ধ হৃদয় আজ শুধু চায় আত্মবলিদান

নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব আর সইতে পারছেনা হৃদয়

আন্তরিকতাহীন যান্ত্রিক জীবন – তোমায় জানাই বিদায়।


ভালোবাসায় মাখা কিছু সুখের ঠিকানা, বেঁধে রাখবে স্মৃতির দর্পন

এক মুঠো শান্তির খোঁজে আজ, মৃত্যুর কোলে করবো আত্মসমর্পন

মনে লাগে ভয়, মৃত্যু যে বড়ো কঠিন, তার রূপ অতি ভয়ঙ্কর

দুর্বল চিত্ত মাঝে মৃত্যু জয়ের অঙ্গীকার, হৃদ মাঝারে উঠছে ঝড়,

মৃত্যুই হয়তো মোর শেষ সম্বল, সকল নিরুদ্দেশের ঠিকানা

মৃত্যুর দুয়ার পেরিয়েই হয়তো পরম শান্তির জীবন হবে রচনা


ইতি,

সুশান্ত সিংহ রাজপুত


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy