তুমি তো বলেছিলে
তুমি তো বলেছিলে


তুমি তো পড়বে বলেছিলে,
তাইতো সাদা পৃষ্ঠাগুলো
ভরিয়ে ছিলাম শব্দে আর ছন্দে।
কই তুমি পড়লে?
ভাবনার খাতাটা ব্যথার আগুনে
পুড়িয়ে ছাই করে দিলে।
তুমি তো আসবে বলেছিলে,
তাইতো জোৎস্না মাখা শিশির ভেজা পথে
লাল কৃষ্ণচূড়া রেখেছিলাম ছড়িয়ে।
কই তুমি আসলে?
পথ চেয়ে ক্লান্ত অপেক্ষারা
একলা রাতে অবশেষে পড়লো ঘুমিয়ে।
তুমি তো পাড়ি দেবে বলেছিলে,
তাইতো সাদা মেঘের নৌকা
শরতের নীলাকাশ সমুদ্রে আমি ভাসিয়েছিলাম।
কই তুমি চড়লে?
বৃষ্টিভেজা রামধনুকে বিদায় জানিয়ে
সঙ্গীহারা হয়েই পথে হাঁটলাম।
তুমি তো ভালোবাসবে বলেছিলে,
তাইতো কত ইচ্ছেরা তাদের স্বপ্নের ডালি সাজিয়ে
সুখের সন্ধানে ডুব দিয়েছিলো।
কই তুমি বাসলে ভালো?
শুধু একরাশ হতাশা উত্তর খুঁজতে নেমে
চোখের জলে অস্ত গেলো।
তুমি তো কথা দিয়েছিলে,
তাইতো হাজারো দুঃস্বপ্নের ভিড়ে
জেগে উঠেছি শুধুই তোমার চিঠির অপেক্ষায়।
কই তুমি কথা রাখলে?
যন্ত্রণার গোলকধাঁধায় সুখ সন্ধানের
বৃথাচেষ্টা শেষে, ভালোবাসা জানালো বিদায়।