অদৃশ্য পরাধীনতা
অদৃশ্য পরাধীনতা


ভারতবর্ষের হাতে কখনোই
ক্ষমতা আসেনি পূর্ণাঙ্গ স্বাধীনতার।
আজও আমরা ব্রিটিশদের হাতে বন্দি,
হয়েছিল শুধু "ট্রান্সফার অফ পাওয়ার "।
যাই হোক, ৭৩ বছরের আংশিক স্বাধীনতার পর
আজও অনেক বিষয়ে আমরা পরাধীন,
যেখানে বিকৃত স্বাধীনতার ইতিহাসের পাতায়
আজও সত্যতার অংশটুকু ক্ষীন।
যেখানে আজও নেতাজীকে ঘিরে হাজারো রহস্য,
সমাধিস্থ হয়েছে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা।
স্বাধীনতার নামে চলেছিল চরম রাজনৈতিক ষড়যন্ত্র,
সত্যের স্রোতের বিপরীতে হেঁটেছে যে দেশের নৌকা।
আধুনিকতার যুগেও যেথায়
কন্যা ভ্রূণ হত্যা করে অশিক্ষার নগ্ন মানসিকতা,
যেখানে নারী জাতি আজও অসুরক্ষিত,
পুরুষ জাতির লালসা চরিতার্থে হয় ধর্ষিতা।
যেখানে আজও শিক্ষার আলো
অনেক দামী গরিব কুঁড়ে ঘড়ে,
যেথায় আজও পরিচয় হীন
শিশু শ্রমিক ক্ষুধার জ্বালায় মরে।
যেখানে শোষিত জনগণের রক্তে নিংড়ে,
গঠিত হয় মন্ত্রীদের অট্টালিকা,
আর শিক্ষিতদের স্বপ্নে ধরা দেয়
অনিশ্চিত ভবিষ্যতের বিভীষিকা।
যেদিন সমাপ্ত হবে জাতি ধর্মে বিবাদ,
হিংসা-প্রতিশোধের লেলিহান শিখা নিভে যাবে দেশে,
সেদিন এই পরাধীনতার অদৃশ্য বেড়াজাল ছিঁড়ে,
প্রকৃত মানবিকতার স্বাধীনতায় আমরা যাবো মিশে।