STORYMIRROR

Ankit Bhattacherjee

Romance Tragedy Fantasy

4  

Ankit Bhattacherjee

Romance Tragedy Fantasy

দহন

দহন

1 min
374

যে ছন্দে করেছিলাম তোমায় আহ্বান,

যে সুরে গেয়েছিলাম আগমনীর গান-

সেই তালে-ই বৃষ্টি হয়ে ঝরলো অবশেষে

শব্দ গুলোর বন্যা হয়ে হৃদয় নদে মেশে।


যে হার উপহারে পড়িয়েছিলাম গলায়,

যে মুক্তরা ঈর্ষা করতো তোমার রূপের ছটায়,

তারাই এখন অশ্রু বিন্দু, চোখের কোনে বাস

রাত নামলেই আনাগোনা, আমি ক্লান্ত বারোমাস।


যে বালুকা শহর গড়েছিলাম স্বপ্ন নদীর তীরে,

যেথায় সুখের স্রোত অবিরত থাকতো তোমায় ঘিরে,

এক অভিশপ্ত ঢেউয়ের থাবায় আজ সবই ধ্বংসস্তূপ-

নব সৃষ্টির ইচ্ছেগুলো এখন ঘুমিয়ে থাকবে এক যুগ।


হৃদয় মোর সিক্ত ছিলো তোমায় ভালোবেসে,

শুস্ক আজি, যন্ত্রণার দাবানলে পুড়লো অবশেষে,

আবার নতুন সুরে গাঁথবো মালা, তোমায় খুঁজে পেলে,

তোমায় নতুন বাসায় আনবো সেদিন, প্রেমের দ্বীপ জ্বেলে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance