STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

5  

Partha Pratim Guha Neogy

Romance

বাদামভাজা

বাদামভাজা

1 min
529

সময় প্রহরীর কাঁটা যখন ঠিক চারটা ছুঁয়ে যায়

তখনও কি তুমি পারবে না বেরোতে?

ইচ্ছে মনে তোমার কাঁধে মাথা রেখে ঘুরব আজ, 

যাব আজ ভালোবাসার সীমানা পেরোতে।

পাঞ্জাবি ঠিক পছন্দ না তোমার,

শাড়িতেও আমি নই খুব অভ্যস্ত

তবু আমার শেষ আবদার হিসেবে

আজ না হয় পরলে, হলে আমার দাবীর বিশ্বস্ত।

ফুটপাথের দোকানের ধোঁয়া ওঠা চা আর

স্বল্প দামে কেনা বাদামভাজা থাকবে সাথে।

রিকশার প্যাডেলে পা দিয়ে আমাকে ওঠানোর দায়িত্বে

মশগুল থাকবে তোমার আঙুল আমার হাতে।

শহরের সব আনাচে-কানাচে,

পিচঢালা পথ বা মাটির আস্তাকুঁড়ের পাশে

খোদাই করে দেব আজ অমর প্রেমের উপন্যাস,

মাঝে থাকবে স্বচ্ছ কাচের ব্যারিকেড;

যে কাচের এক পাশে আমার গাঁথা রূপকথা আর

অন্য পাশে নিয়ন আলোকে সাক্ষী রেখে দেওয়া বাদামভাজা উপহার -

সেটা ভালোবাসা না উপহাস।


Rate this content
Log in

Similar bengali poem from Romance