STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract Romance Others

4  

Sunanda Chakraborty

Abstract Romance Others

একটা সুন্দর বিকেল

একটা সুন্দর বিকেল

2 mins
518


🌼 *একটা সুন্দর বিকেল* 🌼


আচ্ছা , তোমার কি মনে পড়ে সেই বিকেলটার কথা 

গল্প জমেছিল বেশ , প্রথম প্রেমের অজস্র গল্প ।

যেন মনে হতো ২৪ ঘন্টা কম পরে যায় আমাদের কথা বলার জন্য ।

তুমি তোমার ব্যাকরণের ভাষায় উপমা দিচ্ছিলে ওই পরিবেশটার

বোঝাছিলে আমায় ভালোবাসার মানে ।

তোমার গভীর নেশা পূর্ণ কথা আমায় আকৃষ্ট করেছিল খুব 

তুমি গুঞ্জনরত মৌমাছির মত মাঝে মাঝে গান শোনাছিলে স্বরচিত ...

হটাৎ যেন এক দমকা পবন থামালো তোমার ঘোর ।

খানিক চুপ হয়ে গেলে তুমি 


টেলিফোনের ওপর থেকে আমি বলে উঠলাম কি হলো তোমার ?

উত্তর আসেনি কিছু ?

খানিক ভয় পেয়েই আবার জিজ্ঞাস করলাম কি গো কি হলো ?


এরপর তুমি মুখ খুললে ,

বললে "এই দমকা বাতাসের মতোই তুমি আমার জীবনে এসেছিলে ...


আমি একটু হাসতে যাবো কথা শুনে , তখন হটাৎ এক বিশাল শব্দ 

বুঝলাম ওটা বাজ পড়ার শব্দ ।

আমি কম্পিত গলায় বললাম তুমি আর খোলা মাঠে থেকো না , 

পাশে কোনো বাড়ি পেলে দাঁড়াও ।


খানিক ক্ষণ পাইনি তোমার কন্ঠস্বর 

এরপর আমিও কাঠ হয়ে গেলাম ।

তারপর টেলিফোনের ওপার থেকে শুনতে পেলাম

 কিছুজন আড্ডা দিচ্ছে 

চায়ের দোকান সেটা ।


হাপাতে হাপাতে তুমি বললে 

আমি এসে গেলাম এক চায়ের দোকানে ...

ভিজে গেছি আপাদমস্তক ।


হটাৎ করে প্রেমিক ফোন কেটে দিলো 

প্রেমিকা পড়লো আরো চিন্তায়

 

খানিক বাদে ফোন এলে জানতে পারে 

ছেলে এই বাজ বৃষ্টির দিনে বাড়ি নেই বলে মা কাঁদছে 


>

মা হয়তো অসুস্থ হয়ে পড়বে এবার ।

ছেলের মাথা আর কাজ করেনা এসব শুনে

অন্যদিকে প্রেমিকা একনাগাড়ে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে ।

মেজাজী হয়ে প্রেমিক আজ তুই সম্মোধন করে বললো 

"আজ তোর সাথে কথা বলতে না বেরোলে হয়তো আমার মা আজ কাঁদত না !" 


প্রেমিকার মাথায় সত্যি সত্যি বাজ পড়ল এবার , তবে আগে পরিস্থিতি সামলানো দরকার ।


প্রেমিক আর কিছু শুনতেই রাজি নয়, ফোন দিল কেটে ।


ঠিক ৪৫ মিনিট পর ফোন এলো 

প্রেমিকা তখনও গাল ভেজাচ্ছে খুব ।


হ্যালো , বলতেই প্রেমিক নম্র সুরে বলল আজকের "বিকেলটা সত্যিই সুন্দর ,

 ভাগ্যিস তর সাথে কথা বলার জন্য বেড়িয়েছিলাম বাইরে ।"


প্রেমিকা কিংকর্তববিমূঢ় হয়ে চোখ মুছে প্রশ্ন করলো মানে ?


প্রেমিক এবার বললো " রাগের মাথায় তোমার ফোন কাটার পর দেখি চা দোকানের সামনে একটা ৫ বছরের বাচ্চা কাঁদছে , 

আমি অবাক হয়ে ছুটে গিয়ে কিছু না ভেবেই মেয়ে টাকে অনি তুলে 

চা দোকানে সবাই প্রশ্ন করে কে এই বাচ্চা টা , কি তার নাম কথা থাকে আর কেই বাবা ওর দায়িত্ব জ্ঞান হীন বাবা মা ?

যে এই ঝড় বজ্রপাতের রাত a মেয়েকে একা ফেলে দেয় ?

আধো আধো গলায় মেয়েটা বললো আমার মা বাবা কেও নেই ............


আমি চুপ হয়ে গেলাম , এত ছোট্ট বয়সে মা হারিয়েছে !

আজ আমি বাড়ি নেই বলে মা কাঁদছে ।

আর অন্য দিকে এই বাচ্চাটাকে দেখার জন্য আজ ওর মা নেই , কেও নেই ওর জন্য কাঁদার মত !!!!! "



 *"আজকের বিকেলটা সত্যিই সুন্দর"* 



✍🏻 *সুনন্দা চক্রবর্তী*


Rate this content
Log in

Similar bengali poem from Abstract