Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.
Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.

Sunanda Chakraborty

Abstract Romance Others

4  

Sunanda Chakraborty

Abstract Romance Others

একটা সুন্দর বিকেল

একটা সুন্দর বিকেল

2 mins
394


🌼 *একটা সুন্দর বিকেল* 🌼


আচ্ছা , তোমার কি মনে পড়ে সেই বিকেলটার কথা 

গল্প জমেছিল বেশ , প্রথম প্রেমের অজস্র গল্প ।

যেন মনে হতো ২৪ ঘন্টা কম পরে যায় আমাদের কথা বলার জন্য ।

তুমি তোমার ব্যাকরণের ভাষায় উপমা দিচ্ছিলে ওই পরিবেশটার

বোঝাছিলে আমায় ভালোবাসার মানে ।

তোমার গভীর নেশা পূর্ণ কথা আমায় আকৃষ্ট করেছিল খুব 

তুমি গুঞ্জনরত মৌমাছির মত মাঝে মাঝে গান শোনাছিলে স্বরচিত ...

হটাৎ যেন এক দমকা পবন থামালো তোমার ঘোর ।

খানিক চুপ হয়ে গেলে তুমি 


টেলিফোনের ওপর থেকে আমি বলে উঠলাম কি হলো তোমার ?

উত্তর আসেনি কিছু ?

খানিক ভয় পেয়েই আবার জিজ্ঞাস করলাম কি গো কি হলো ?


এরপর তুমি মুখ খুললে ,

বললে "এই দমকা বাতাসের মতোই তুমি আমার জীবনে এসেছিলে ...


আমি একটু হাসতে যাবো কথা শুনে , তখন হটাৎ এক বিশাল শব্দ 

বুঝলাম ওটা বাজ পড়ার শব্দ ।

আমি কম্পিত গলায় বললাম তুমি আর খোলা মাঠে থেকো না , 

পাশে কোনো বাড়ি পেলে দাঁড়াও ।


খানিক ক্ষণ পাইনি তোমার কন্ঠস্বর 

এরপর আমিও কাঠ হয়ে গেলাম ।

তারপর টেলিফোনের ওপার থেকে শুনতে পেলাম

 কিছুজন আড্ডা দিচ্ছে 

চায়ের দোকান সেটা ।


হাপাতে হাপাতে তুমি বললে 

আমি এসে গেলাম এক চায়ের দোকানে ...

ভিজে গেছি আপাদমস্তক ।


হটাৎ করে প্রেমিক ফোন কেটে দিলো 

প্রেমিকা পড়লো আরো চিন্তায়

 

খানিক বাদে ফোন এলে জানতে পারে 

ছেলে এই বাজ বৃষ্টির দিনে বাড়ি নেই বলে মা কাঁদছে 


মা হয়তো অসুস্থ হয়ে পড়বে এবার ।

ছেলের মাথা আর কাজ করেনা এসব শুনে

অন্যদিকে প্রেমিকা একনাগাড়ে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে ।

মেজাজী হয়ে প্রেমিক আজ তুই সম্মোধন করে বললো 

"আজ তোর সাথে কথা বলতে না বেরোলে হয়তো আমার মা আজ কাঁদত না !" 


প্রেমিকার মাথায় সত্যি সত্যি বাজ পড়ল এবার , তবে আগে পরিস্থিতি সামলানো দরকার ।


প্রেমিক আর কিছু শুনতেই রাজি নয়, ফোন দিল কেটে ।


ঠিক ৪৫ মিনিট পর ফোন এলো 

প্রেমিকা তখনও গাল ভেজাচ্ছে খুব ।


হ্যালো , বলতেই প্রেমিক নম্র সুরে বলল আজকের "বিকেলটা সত্যিই সুন্দর ,

 ভাগ্যিস তর সাথে কথা বলার জন্য বেড়িয়েছিলাম বাইরে ।"


প্রেমিকা কিংকর্তববিমূঢ় হয়ে চোখ মুছে প্রশ্ন করলো মানে ?


প্রেমিক এবার বললো " রাগের মাথায় তোমার ফোন কাটার পর দেখি চা দোকানের সামনে একটা ৫ বছরের বাচ্চা কাঁদছে , 

আমি অবাক হয়ে ছুটে গিয়ে কিছু না ভেবেই মেয়ে টাকে অনি তুলে 

চা দোকানে সবাই প্রশ্ন করে কে এই বাচ্চা টা , কি তার নাম কথা থাকে আর কেই বাবা ওর দায়িত্ব জ্ঞান হীন বাবা মা ?

যে এই ঝড় বজ্রপাতের রাত a মেয়েকে একা ফেলে দেয় ?

আধো আধো গলায় মেয়েটা বললো আমার মা বাবা কেও নেই ............


আমি চুপ হয়ে গেলাম , এত ছোট্ট বয়সে মা হারিয়েছে !

আজ আমি বাড়ি নেই বলে মা কাঁদছে ।

আর অন্য দিকে এই বাচ্চাটাকে দেখার জন্য আজ ওর মা নেই , কেও নেই ওর জন্য কাঁদার মত !!!!! "



 *"আজকের বিকেলটা সত্যিই সুন্দর"* 



✍🏻 *সুনন্দা চক্রবর্তী*


Rate this content
Log in

Similar bengali poem from Abstract