অনুভূতির মেলা
অনুভূতির মেলা
যেদিন তোমার দুচোখে তাকিয়ে থমকে গেছিলো আমার দুচোখ,
বুঝেছিল আমার মাঝে জন্ম নিচ্ছে তোমায় জানার ইচ্ছা ।
যেদিন তোমার মুখের দিকে তাকিয়ে হয়ে গেছিলাম বোবা,
বুঝেছিলাম তোমার নিয়ে অনেক প্রশ্ন জমছে মনে ।
যেদিন তোমার কথা শোনার জন্য কান পেতে বসেছিলাম,
বুঝেছিলাম আমি দুর্বল হয়ে পড়ছি তোমার ওপর ।
যেদিন তোমার কাছে একটু একটু করে এগিয়ে যাওয়ার ইচ্ছে জেগেছিল ,
বুঝেছিলাম তোমার নিজের করে পাওয়ার স্বপ্ন দেখছি আমি ।
যেদিন তোমার সবকিছুকে নিজের খুশি খুঁজতে চেয়েছিলাম ,
বুঝেছিলাম আসলে তুমিই আমার চিরন্তন খুশি ।
যেদিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলাম,
বুঝেছিলাম কতটা ভালোবেসে ফেলেছি তোমায় ।
যেদিন তোমার জন্য মৃত্যুটাও সহজ মনে হয়েছিল,
বুঝেছিলাম আসলেই মারা গেছি আমি তোমার ওপর ।

