মৃত্যু
মৃত্যু
মৃত্যু
পৃথিবীর সাথে থাকা এই দৃঢ় টান একদিন ছিন্ন করে চলে যাবো অন্যদেশে ।
পিছুটান, অভিমান , অভিযোগ আর থাকবেনা কিছুই সামান্যতমও।
পিছু ডাকবে তুমি ও তোমরা,
ফিরে যাওয়ার জন্য দিব্যি দেবে নানান রকম ,
কিন্তু আমি যে আগেই অন্য দিব্যি খেয়ে বসে আছি ।
তারপর হয়তো কান্নায় ফেটে পড়বে চারিদিকটা কিছুক্ষন,
আমিও চোখের কোন আটকে রাখতে চাইবো জল,
কিন্তু নিম্নে জল তো গড়াবেই, প্রকৃতির নিয়ম তো তাই ।
আমিও চলে যাবো এই প্রকৃতি নিয়মেই ,
কিছুদূর, অনেক দূর কিংবা বহুদূর ।
তোমরাও হয়তো আসবে একে একে,
কিন্তু একসাথে হবে না যাওয়া ।
জানিনা পথটা কতটা অন্ধকার,
কতটা মায়াবী গোলকধাঁধার মত ,
কিন্তু যাওয়াটা যখন নিশ্চিত ভয় পেয়েই বা করবো কি !
জানতো আমিও সব ভুলে যাবো,
স্মৃতি নাকি হারিয়ে যাবে অন্যদেশে গেলেও,
কি শান্তি বলো যে যন্ত্রণাটা বেঁচে থাকতে তিলে তিলে মেরেছে,
সেটারও মৃত্যু ঘটবে ঠিক আমারই সাথে ।
কলমে : সুনন্দা চক্রবর্তী
