STORYMIRROR

Sankha sathi Paul

Tragedy Classics

5  

Sankha sathi Paul

Tragedy Classics

প্রমিস

প্রমিস

1 min
714

বাড়িতে রোদ্দুর আজও খেলা করে আগের মতোই

তবু স্যাঁতস্যাঁতে অন্ধকার বুকের গহীনে

নিয়মমাফিক দিন রাত

ঘরের আগলে বাঁধা আছে দাম্পত্যের স্মৃতি 

প্যারালইজড শরীরে নিঃশব্দে বাসা বাঁধে ঘুণপোকা 

জীবন্ত মৃত্যু এমনই ভয়াবহ 

ক্লান্ত হয়ে গেছে অভিমান 

যে হাত হাত ধরে ছিল অসময়ে 

সেই হাত ধুয়ে দেয় চোখের জল 

কথারা নিঃসারে ইতি টেনে নিয়ে গেছে কতদূর

দুঃখের ভাগীদার নেই কেউ

একা একা বসে আছি 

অতীতের ভাঁজ মুড়ে আছে কথামালা

ছাড়ব না হাত, আমি জানি ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy