প্রমিস
প্রমিস


বাড়িতে রোদ্দুর আজও খেলা করে আগের মতোই
তবু স্যাঁতস্যাঁতে অন্ধকার বুকের গহীনে
নিয়মমাফিক দিন রাত
ঘরের আগলে বাঁধা আছে দাম্পত্যের স্মৃতি
প্যারালইজড শরীরে নিঃশব্দে বাসা বাঁধে ঘুণপোকা
জীবন্ত মৃত্যু এমনই ভয়াবহ
ক্লান্ত হয়ে গেছে অভিমান
যে হাত হাত ধরে ছিল অসময়ে
সেই হাত ধুয়ে দেয় চোখের জল
কথারা নিঃসারে ইতি টেনে নিয়ে গেছে কতদূর
দুঃখের ভাগীদার নেই কেউ
একা একা বসে আছি
অতীতের ভাঁজ মুড়ে আছে কথামালা
ছাড়ব না হাত, আমি জানি ।