Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Sankha sathi Paul

Inspirational Others

3  

Sankha sathi Paul

Inspirational Others

মার্কড সেফ

মার্কড সেফ

1 min
11.5K



দিব্যি আছি ঘরের ভেতর

মাথার ওপর শক্ত ছাদ

জীবন গেছে গরীবজনের

ফসল জমি হোক বরবাদ

জিও - এর কেন স্পীড নেই আজ 

এয়ারটেলেও ধুঁকছে সব

ধুঁকছে কত মানুষ দূরে 

সেসব বোঝা অসম্ভব 

ব্যাঙ্কে আমার অনেক টাকা 

চিন্তা কিসের, বোকার দল

মরলে কিছু কমবে মানুষ 

কি আর হবে রদবদল! 

আমার চোখও হেডলাইনে 

ব্রেকিং নিউজ আপডেটে

কাঁদছে কেমন দুধের শিশু 

খিদের মুখে আধপেটে 

এসব নিয়ে জমজমাটি

ড্রয়িংরুমের আড্ডা আজ

করছে করুক যাদের খুশি 

এসব নয় তো আমার কাজ 

ট্যাক্স দিই যে, রিটার্ন ভরি 

আবার কিসের দায় আমার 

সরকার তো করবে ওদের 

ভেরি ইজি - - সব ব্যাপার

আমার বাপু সবটুকু চাই 

এটাই হ্যাবিট, অল অ্যালং 

গরীবগুলোর প্যানপ্যানানি

সবসময়ের, ফালতু ঢং 

যতোই পাক তবু গরীব 

ওদের মাথায় বুদ্ধি নেই 

আর্ন করাটা তীক্ষ্ণ প্ল্যানিং 

জিতলে বাজি থাকবে সেই 

আরাম আমার নেসেসিটি

বিলাস আমার অধিকার 

আমার কানে ম্যোজার্ট বাজে 

পৌঁছয় না হাহাকার 

কাঁদছে কাঁদুক অন্ধকারে 

গল্প বলুক চোখের জল 

তোমরা আমার নিন্দা করো? 

নীতিবাগীশ বোকার দল! 

আপনি বাঁচলে নামটি বাপের 

ডিপ্লোম্যাসি জানতে হয় 

না পারলে তুমি মধ্যবিত্ত 

ধনীর দুলাল - কদাপি নয়। 

আমায় দেখো, আত্মসুখী 

চ্যারিটি সব রূপকথা 

নাক ডাকিয়ে ঘুমাও বাপু 

খুঁজুক মলম যার ব্যথা



Rate this content
Log in

More bengali poem from Sankha sathi Paul

Similar bengali poem from Inspirational