মেয়ে তুই চল !!
মেয়ে তুই চল !!


মেয়ে তুই চল,
তোকে রুখবেনা কোনো ছল ;
তোকে আটকাবে কোন বল?
পান করে হলাহল,
ডুবে অতলের তল,
তুই চল !!
তুই পুরুষের চোখে মাগ,
তোর চরিত্রে কালো দাগ,
তোর মনে ঘিন আর রাগ,
তোর রক্তে চৈতের ফাগ-
তুই চল !!
মেয়ে তুই চল,
তোকে মাপবেনা পাপ পুন্য,
তুই নিজেই নিজেতে ধন্য,
হাত বাড়াবেন কোনো বন্য,
যদি বুক ভালোবাসা শূন্য-
তুই চল !!
মেয়ে তুই চল
পেরিয়ে নিজের ছায়া-
আরও বড় হোক তোর কায়া,
তোর ঘুচুক মমতা মায়া,
তোকে কেউ না করুক দয়া-
তুই চল !!
তোর লাজ ভয় হোক শেষ,
তুই পাল ঘৃণা আর দ্বেষ,
তোর চোখে আগুনের রেশ-
তোর গাযে যুদ্ধের বেশ
তুই চল !!
মেয়ে তুই চল-
মিটিয়ে মনের আশ,
তুই লেখ নিজে ইতিহাস
নে বুক ভোরে তুই শ্বাস,
তুই নিঃসংকোচে হাস -
তুই চল,
মেয়ে তুই চল !!