পুজো পুজো
পুজো পুজো


রেডিও তে মহালয়া, মন্ত্রের ছন্দ,
আকাশে বাতাসে ফেরে পূজো পূজো গন্ধ।
ভোরের শিউলি আর মাঠে হেলে দুলে কাশ,
রংচঙে টুকটুকে নতুন জামার বাস।
নীল নীল আকাশে পেঁজা তুলো সাদা মেঘ,
এই নামে বৃষ্টি !!, হৃদয়ের বাড়ে বেগ ।
দুগ্গার চোখ আঁকা বুঝি হয়ে গেল শেষ ,
অসুরের মাথাতে সাঁটা হয়ে গেল কেশ ।
ইঁদুর লুকিয়ে পড়ে সিংহের কেশরে।
ময়ূর মত্ত তার পেখমের বাহারে,
পূজো পূজো পূজো মন, থাকে মোটে চার দিন,
সপ্তমী সুরেতেই বিজয়ার বাজে বিণ।
সাজ গোজ, আহ্লাদ, ঘোরা ঘুরি বায়না,
ছুটি হোক স্কুল আজ, লেখা পড়া আর না।।