অনলাইন
অনলাইন
কচি দড়ো, ধেড়ে বুড়ো, গৃহিনী কি সেলসগার্ল,
সব্বাই জড়িয়েছে; মোক্ষম নেট জাল |
লেখা পড়া, কেনা বেচা অফিস কি ইস্কুল,
সবই অনলাইনে, বাহঃ, বেশ, ভেরি কুল |
সস্তার ডাটা প্যাক দেরি কোনো ফেলো ভরে,
ওই এলো, ওয়াই ফাই, ধরো তুমি খপ করে |
পাওয়ারের ব্যাঙ্ক খানি যেন সাথে সাথে ঘোরে,
যাক প্রাণ!! চার্জ খানি যেন যায় নাকো ঝরে !!
বাবা কাজে, মুখ গুঁজে, সারা দিন গেল সেই,
মা মজে আমাজনে আনকোরা সিরিজেই |
মুঠো ফোন হাতে ছেলে, ভাবে কি করি আর,
মগজেতে নীল ছবি, নীল তিমি নাচে তার |
>
প্রেম ছোঁড়ে ফেসবুকে ইতালির পেদ্রো,
শ্যাম বাজারের খেঁদি মনে মেঘ রৌদ্র |
নাকে তে উল্কি এঁকে ইন্সটা তে ঝিল্লি,
টুইটারে টিটকিরী, হা হা হো হো খিল্লি |
উরি বাবা !! একি গেরো নকল কি সাচ্চা,
সমাজের মাধ্যমে বুড়ো' থেকে বাচ্ছা |
অদ্ভুত, কিম্ভূত আজব এ 'খুড়োর কল',
মরীচিকা টান যেন মিছে খুঁজে মরি জল |
গোলকের ধাঁধাতে থেকোনা তো বন্দী,
আসল বাঁচার সাথে করে ফেলো সন্ধি |
ফাঁদ কেটে পায়ে হেঁটে মাঠে ঘাটে ছুটে যাও,
সত্যির বাতাসেতে বুক ভরে শ্বাস নাও ||