STORYMIRROR

Sutapa Bhattacharyya

Comedy Others

5  

Sutapa Bhattacharyya

Comedy Others

রান্নাঘরে গন্ডগোল

রান্নাঘরে গন্ডগোল

1 min
533

টোল পড়া লোহার কড়াই

         করে শুধু রূপের বড়াই ।

তাই দেখে জ্বলে মরে হাঁড়ি

         বলে "করিস গর্ব কাঁড়ি কাঁড়ি

কাজে শুধু লবডঙ্কাই -

        ওরে টোল পড়া লোহার কড়াই !

কে যে তোকে বলে ভালো-

        দেখতে তো কুচকুচে কালো !"

ঝগড়া শুনে বলে যুবক হাতা

        " ভাল্লাগেনা তোমাদের এত কথা

ডেকে আনবো চামচের গ্যাং

        ভেঙ্গে দেবে তোমাদের ঠ্যাং।"

তাই শুনে রেগে বলে হাঁড়ি-কুড়ি

        "আমরা যে হয়ে গেছি বুড়ি

নয়তো বুঝতিস মজা

        ঠেঙিয়ে তোকে বানাতুম গজা।"

এই শুনে হাতা চুপসে যায়

    গায়ে নেই জোর শুধু ডাল-ঝোল খায়।

তারপর বলে "তোমরা বড় ঝগড়ুটে

     আমি এখানে আর থাকব না মোটে,

এখান থেকে চলেই যাব ব্রিটেন

    সেখানে পাবো ঝাঁ চকচকে কিচেন"।।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy