STORYMIRROR

Biswarup Pramanick

Comedy

4  

Biswarup Pramanick

Comedy

দাঁতের মর্ম

দাঁতের মর্ম

1 min
26

বঙ্কু বাবু, বেজায় কাবু,

ভাঙতে গিয়ে আখ।

গোটা তিনেক দাঁত, হলো কুপোকাত,

সঙ্গে বিরাট ফাঁক।

গেলাম গেলাম, মরে গেলাম,

করেন আর্তনাদ।

ওরে ভুলো, আন রে তুলো,

উপরে গেছে দাঁত।

হরেন জ্যাঠা, বেজায় ঠ্যাটা,

বলেন করে ব্যঙ্গ।

বোঝো ঠেলা, এই বেলা,

কম বয়সে ফোকলা হওয়ার রঙ্গ।

বঙ্কু বাবু, জবুথবু,

মুখটা তুলোয় ঠাসা।

উত্তরটা তার, দেওয়া দরকার,

কিন্তু, হারিয়েছেন যে ভাষা।

দাঁতের কি দোষ, করেন আফশোস,

নেননি কখনও যত্ন।

দাঁতগুলি তার, বড় জেরবার,

পোকায় করেছে রুগ্ন।

হরেন জেঠু, চুলকে হাঁটু,

বলেন, এ তোমারই কর্ম।

দাঁত থাকতে, বোঝোনি হে,

দাঁতের কিবা মর্ম।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy