STORYMIRROR

Biswarup Pramanick

Romance

4  

Biswarup Pramanick

Romance

তুমি

তুমি

1 min
17

তুমি

 

মরুভূমি এ জীবন আমার

তুমি মরুদ্যান,

হাসি কান্না, সুখ দুঃখ, সাথে

একটু অভিমান।

জীবন পথের জটিলতায়

পথ হারালাম যখন,

আপন বক্ষে আগলে রেখে

নতুন, পথ দেখালে তখন।

সহ্য করলে, কত না জানি কাঁটার আঁচড়,

দিতে আমায় গোলাপ,

তবুও কত শোনাই কথা,

করেছি কত পাপ।

সারাদিনের দৌড় ঝাঁপ আর

সময়ের চোখ রাঙানি,

ক্লান্ত, অবসন্ন এ শরীর নিয়েও,

তুমি হারতে শেখোনি।

জীবনের বাকি দিনগুলিতে, থাকতে চাই

তোমার ছায়ায়।

আরও যদি জন্ম হয়, জড়াতে চাই গো

তোমার মায়ায়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance