STORYMIRROR

Biswarup Pramanick

Abstract Others

3  

Biswarup Pramanick

Abstract Others

যোদ্ধা

যোদ্ধা

1 min
15

সবুজ ঘাসে ঢাকা অসহায় মাঠের হাতছানি, করে কোলাহলের অপেক্ষা,

কাদা মাখা ফুটবলের কঙ্কাল, মিশে গেছে  সিঁড়ির তলার জঞ্জালে।

প্রযুক্তির রকেটে চড়ে পৌঁছে গেছি আমরা, এক অজানা যুদ্ধক্ষেত্রে, হাতে ভার্চুয়াল বন্দুক, আঙুলের ক্ষিপ্রতায় হত্যার আনন্দ, চোখে মুখে পৈশাচিক নির্মমতা।

আমরা এখন যোদ্ধা বা হত্যাকারী, চার দেওয়ালের ঘেরাটোপে গা ঢাকা দিয়ে থাকি, হাতে মোবাইল কানে হেডফোন, মুখে অসংলগ্ন বুলি।

দল বেঁধে কাদা মেখে ফুটবল খেলা বড্ড সেকেলে, বড় বাজে।

ওসব লাগে না কোনো কাজে।

আমাদের ব্যাকুল করে না, খোলা মাঠের হাহাকার,

কারণ, আমরা সবাই যোদ্ধা, যুদ্ধ টা ফ্রি ফায়ার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract