কাজল
কাজল
1 min
1
তোমার ঐ চোখের কাজলে, হারিয়ে ছিলাম একদিন,
তারপর তুমি কাজল পড়তে, শুধু আমার জন্য, প্রতিদিন।
সময়ের পরিহাসে কখন যেন, হয়েছি চোখের বালি,
বারেবারে ভিজিয়েছি দুটি চোখ, মুছে দিয়েছি কাজলের কালি।
এখনও তুমি কাজল পড়ো, তবে আমার জন্য নয়,
হয়তো আমারই মতো ঐ কাজলে হারিয়েছে, অন্য কেউ নিশ্চয়।
হৃদয় আর জ্বলে না, অন্তর পুড়ে হয়ে গেছে একমুঠো ছাই,
পরজন্মে যেন কাজল হয়ে, তোমার ঐ নয়নে স্থান পাই।
