STORYMIRROR

Biswarup Pramanick

Abstract

4  

Biswarup Pramanick

Abstract

মন

মন

1 min
9

ক্ষণিকের জন্যও দেখিনি তোমায়

করতে পারিনি স্পর্শ, 

তবু বারবার বুঝিয়ে দাও 

তোমার অস্তিত্ব অনস্বীকার্য। 

কখনো হাসাও, কখনো কাঁদাও,কখনো পোড়াও,

কখনো শীতল করো তীব্র দহন, 

কখনো স্তিমিত, কখনো প্রখর,

কখনো জটিল, কখনো সরল, 

শেখাও চুলচেরা বিশ্লেষণ। 

আজ অসহায় কাল দুর্জয়,

আজ গতিশীল কাল মন্থর, 

করাও দূরদর্শী পর্যবেক্ষণ। 

আজ শান্ত কাল চঞ্চল, 

আজ ক্লান্ত কাল প্রাঞ্জল, 

বোঝাও দার্শনিক চিন্তন। 

তুমি সত্যি, তুমি সৃষ্টি, তুমি শক্তি অবিনশ্বর। 

তুমি অসীম, তুমি অনন্ত, তুমি জীবন,

এ বৃহৎ জগতে, ক্ষুদ্রতম শব্দ তুমি 'মন'। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract