বারবনিতার ঘর
বারবনিতার ঘর


শীর্ণ শীতল পদ্মভার
কুসুমিত মধু রসোদ্গার,
পান তাম্বুলে নৌকা বিহার-
যমুনার তীরে ধুম্র পাহাড়
মেঘ মল্লার কথা বলে।
কন্ঠ লগ্না কেশকুঞ্চিতা,
পশুপতিনাথেরে ধর হে দুহিতা,
কৈলাস গিড়ি সুরে মরমিতা
কমোর টানিয়া ধরে।
সুগন্ধি বালা আকাশ কুসুম
ধবল সাগরে রক্তিম ভ্রুণ
নস্যাৎ করে স্পর্ধা দ্বিগুন
বারবনিতার ঘরে।