STORYMIRROR

Tangsu Karmakar

Tragedy

3  

Tangsu Karmakar

Tragedy

লাল ধোঁয়া

লাল ধোঁয়া

1 min
29.2K


হঠাত চোখ খুলতেই,

দেখলাম এক রাশ

তারা আমায় পাহাড়া দিচ্ছেল।

তোমার থাকার কথা কিন্তু তুমি ছিলে না।

উঠে বসলাম হতভম্ব হয়ে।

সত্যি তো তুমি কোথায়?


দেখলাম দূড়ে, আকাশ রাঙা ধোয়ায়

ভরে গেছে! লোক জনের আর্তনাদ

তখন তুঙ্গে, আগুন লেগেছে তোনার আমার গ্রামে।

কিছুক্ষন, কী করা উচিত বুঝতে না পেড়ে,

হতভনব হয়ে দেখছি অগ্নিলীলা,

মুহুর্মুহু চিৎকার আসছে বাচাও,

গরু বেচার দায় লেগেছে আগুন।

বিদ্যুতের মতে মনে পড়লো,

আম্মি আজ বানাবে বিরিয়ানি,

রোশনের সুখবর এসেছে শহর থেকে।


তখন ছুটছি,

পাঁচ মিনিট লাগে,

দৌড়ে পেড়ুতে জঙ্গলটা।

কিন্তু আজ লাগল দীর্ঘ সময়,

না অদের কিছু হয়ে নি,

আমাদের বাড়িটা পিছন দিকে, এখনি, পৌছোয়ে নি,

নাফিলা আমায় ফেলে কোথায় গেল?


ওই তো, বিশু পাগলের ঘর,

দরজা খোলা, কোথায় ও?

কেমন যেন গোলমাল লাগছে সব কিছু।

না ঘর ফাঁকা।


ভাবছেন তো কী বলছি,

আমরা গরুর ব্যবসা করি,

ওরা শাস্তি দিয়েছে।


পড়ে শুনলাম, ওরা নাকি,

ভালোবেসে সর্বত দিয়েছিল ঘুম পাড়াতে।

তাই মা বোনেদের লাশ চারিদিকে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy