মিতিন
মিতিন

1 min

687
মিতিন তুমি এখন কোথায় ?
সেদিন গিয়েছিলাম কোপাই নদীর ধারে
একা বসেছিলাম জলে পা ডুবিয়ে
ঠিক সেদিনের মতো ।
মিতিন তুমি এখন কোথায় ?
সোনাঝুরির বনে বিকেলের ছোঁয়াচ লেগেছে
বাউল তার একতারায় শেষ টানটা দিচ্ছে
ঠিক সেদিনের মতো ।
মিতিন তুমি এখন কোথায় ?
নদীর ধারের কাশফুলগুলো মূর্ছায়মান
গরুগুলো ব্রিজের ওপর দিয়ে ঘরে ফিরছে
ঠিক সেদিনের মতো ।
মিতিন তুমি এখন কোথায় ?
নদীর ধারে আজও একটা চিতা জ্বলছে
বিলাপের সুরে ভারী হয়ে আছে চারদিক
ঠিক সেদিনের মতো ।
মিতিন তুমি এখন কোথায় ?