দ্বিচারিতা
দ্বিচারিতা
Prompt-20
দ্বিচারিতা
মানিক চন্দ্র গোস্বামী
সে এক মেঘলা দিনের বৃষ্টি ভেজা বিকাল,
তোমার সাথে গাছের নিচে, পাতার পেয়েছি আড়াল।
শরীরে ফোঁটা বৃষ্টিধারা ধায়,
প্রেমের পরশ হৃদয় জুড়ে ছায়।
ভালোবাসার স্বপ্ন ভেজা মন,
শীতল সোহাগে তৃপ্ত আচরণ।
রুদ্ধ গলায় নিকট আমন্ত্রণ,
চোখের পাতায় শরীর সমর্পন।
তৃষ্নার ঠোঁট নীরব আবেশে মাখা,
মনের রঙিন প্রজাপতি মেলে পাখা।
হঠাৎ কেমন বদলে গেলো দিন,
জলদ মেঘে অশনি হয় নি লীন।
বুকের মাঝে ঝঞ্ঝার আলোড়ন,
মাধুরী হারিয়ে বিমর্ষ প্রাণ-মন।
তোমার মনের গতির উল্টোধারা,
ভালোবাসার সুখের পথে এমনতরো ফাঁড়া।
নতুন পথে জাগলো না সংশয়,
হৃদয় মাঝে দ্বন্দ্বে পেলে না ভয়।
ভবিষ্যতে বিলাসিতার সুখস্বপ্নে মজে,
ভালোবাসাকে হেয় করলে নিঠুর চোখটি বুজে।
ছিন্ন করে অপল্কা, কাঁচা সুতোর টান;
আমার কণ্ঠে বসিয়ে দিলে বিষন্নতার গান।
আজকে আবার মেঘলা দিনের বৃষ্টি ভেজা বিকাল,
সব হারিয়ে মেনেই নিয়েছি, এটাই আমার কপাল।

