STORYMIRROR

Manik Goswami

Romance Classics

4  

Manik Goswami

Romance Classics

সম্মোহন

সম্মোহন

1 min
329

সম্মোহন

মানিক চন্দ্র গোস্বামী


পুস্প সুবাসে সম্মোহিত শরীর,

ঘুরে বেড়ায় কলির আশে পাশে,

ভালোবাসার একটা সাহসী তীর,

বিঁধে গেলো স্বপ্নীল উচ্ছ্বাসে।

সম্মোহনের শক্তি রয়েছে রূপে,

নিখাদ প্রেমে উপচে পড়া কলস,

হতাশ ভ্রমর ক্লান্তির আক্ষেপে

হারিয়ে ফেলেছে মূল্যবোধের সাহস।

বর্ণ যদি উজ্জ্বলতার মাপকাঠি মনে হয়,

কালো গোলাপের শোভাও কখনো হয় বর্ণময়।

আবেগ যখন মুক্তি পেয়ে বাধাহীন পথে ছোটে,

হাজার কাঁটার আঘাত তখন তুচ্ছ হয়ে ওঠে।

মোহময় হয় মধুমাখা নির্যাস,

মনের ঘরেতে প্রেমের পরীর বাস।

পবনের ছোঁয়া পেয়েছে বলেই পুষ্পের উল্লাস,

ধমনীর মাঝে শোনিত স্রোতে করুণার আশ্বাস।

জলদ মেঘে দুয়ারে দিয়েছে আগল,

মনের আঙ্গনে বেজেছে খুশির মাদল।

অনাদি সাগরের পরিধি অনন্ত,

জলরাশি বয়ে চলে দূর দিগন্ত,

ব্যাকুল হৃদয় ঢেউয়ের দোলায় উথাল,

বিষন্নতার মন্ত্র হারায়ে অভিমান হয় ঢাল।

সম্মোহনের জাদু কাঠি দেবে উদার প্রকৃতি ছোঁয়া,

শেষ বিকেলের পরশ মাখানো মনোময় মৃদু হাওয়া।

সম্পর্কের টানের মাঝে প্রাণের মায়াবী রূপ,

হতাশ হবে না তেজ ও দীপ্তি, দামামা রবে না চুপ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance